হালিশহরে কিশোরগ্যাং লিডার গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাং লিডার এমরান চৌধুরীকে (২৮) গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে হালিশহর থানাধীন রামপুরা ঈদগাহ্ বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমরান চৌধুরী হালিশহর এলাকার জহির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হালিশহর থানায় দু’টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের জায়গা দখলের অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা চালায়।
হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান,এমরানকে দু’টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।