হাটহাজারী প্রতিনিধি
সরকার ঘোষিত অভয়াশ্রম চট্টগ্রামের হালদা নদী থেকে কিভাবে মাছ শিকারে বাঁধা দেওয়ায় দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. মোজাম্মেল (৩৮) ও মো. সালাউদ্দিন মোহাম্মদ ফারুক (৪০)।
গত শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের চাইলদেরতল নামক স্থানে আব্দুল হামিদের বসতবাড়ির সামনে হালদার পারে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহত দুই যুবকের চাচাতো ভাই শওকত হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যার সময় হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করলে আমি একই ইউনিয়নের মোহাম্মদ আলমের নতুন বাড়ির জানে আলমের ছেলে মো. জাবেদকে বাঁধা প্রদান করি। এতে জাবেদ ক্ষুব্ধ হয়ে সে ও তার সাথে জানে আলম, মো. রাশেদসহ আরও ১০/১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা, গাছের বাটাম, লোহার রড দিয়ে আমার চাচাতো ভাই মোজাম্মেল ও মো. সালাউদ্দিন মোহাম্মদ ফারুকের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত মো. জাবেদের মুঠোফোনে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার এসআই মো. নাজমুল হাসান জানান, উক্ত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।