হালদায় অবৈধ জাল জব্দ, ৩ শিকারিকে অর্থদন্ড

0

রাউজান প্রতিনিধি

বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য চট্টগ্রামের হালদা নদীতে থামছে না অবৈধভাবে মৎস্য শিকার। রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় প্রতিদিন হালদা নদীর কোন না কোন অংশে উদ্ধার হচ্ছে ঘের ও কারেন্ট জাল। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী ও নৌপুলিশের যৌথ অভিযানে কর্ণফুলীর মোহনা হতে অবৈধ ৩ মৎস্য শিকারিকে আটক করা হয়। এই সময় মৎস্য শিকারে ব্যবহৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার ঘেরজাল উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জনপ্রতি ৩ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নগরীর মোহরার ধনঞ্জয় দাসের ছেলে প্রভাস দাস, বোয়ালখালী উপজেলার পশ্চিম কদুরখীলের নির্মল দাসের ছেলে রাজু দাস ও একই এলাকার অশ্বিনী দাসের ছেলে রঞ্জিত দাস।
বিষয়টি নিশ্চিত করে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। হালদা নদীতে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।