স্পোর্টস ডেস্ক
এক বিস্ময়কর রাত যেখানে জয় চোখের সামনে এসেও ফসকে গেল বাংলাদেশের! টস হেরে ব্যাট করতে নেমে ইমন ও তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে টাইগাররা। পারভেজ ইমন খেলেন ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস, আর তানজিদ করেন ৩২ বলে ৪২ রান।
হৃদয় যোগ করেন ২৫ এবং অধিনায়ক লিটন দাস করেন ২২ রান।
দলীয়ভাবে এত ভালো শুরু সত্তে¡ও, শেষ হাসি হাসে পাকিস্তান।
জবাবী ইনিংসে পাকিস্তানের আইয়ুব আউট হন ২৯ বলে ৪৫ রান করে, কিন্তু হারিস মাত্র ৪৫ বলে হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি! তার ৪৬ বলে ১০৭ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি বিশাল ছক্কা। সেই সঙ্গে শেষ দিকে নওয়াজের ১৩ বলে ২৬ রান এবং সালমান আগার ১২ বলে ১৫ রানের ইনিংস—সব মিলিয়ে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট, তানজিম সাকিব পান ১টি উইকেট। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে লাহোর থেকে ফিরতে হলো টাইগারদের।