হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ

1

হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী চসিক ১নং ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ মে সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ সামশুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ সেলিম রেজা। মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা একাউন্ট অফিসার মুহাম্মদ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ খালেদ ইবনে ইউসুফ। প্রধান অতিথি ড. সেলিম রেজা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গঠনে এগিয়ে আসবে। তাই তাদেরকে এখন থেকেই দক্ষ, যোগ্য, সৎ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে সুপার মাওলানা সামশুল আলম সিদ্দিকী বলেন, এই মাদ্রাসা মানসম্মত শিক্ষার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত রাখছে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তব্য দেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, অভিভাবক সদস্য নুরুল আলম নুরু, মাওলানা রায়হানুল ইসলাম, নাছরিন সুলতানা, মাওলানা সাব্বির আহমদ ওসমান, মাওলানা মুহাম্মদ নুরুল হক, মাওলানা মুহাম্মদ নাছির, মাস্টার জসিম উদ্দিন, মাস্টার আনোয়ার হোসেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি