হামা শহরে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা

1

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার একটি প্রধান শহর হামাতে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এমন দাবি করেছে তারা। শহরটিতে একটি নতুন বিদ্রোহী বিজয় প্রতিরোধ করতে রাশিয়ার সঙ্গে মিলে কাজ করছে সিরীয় সরকার সমর্থক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল গনি বলেন, বিদ্রোহীরা হামায় প্রবেশ করতে শুরু করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, সরকারপন্থি বাহিনী একটি হামলা প্রতিহত করেছে।
বিদ্রোহীরা মঙ্গলবার থেকে হামায় প্রবেশের চেষ্টা করছে এবং সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়ার বোমাবর্ষণ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাতারাতি ভারী লড়াই হয়েছে। উভয় পক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিদ্রোহীরা গত সপ্তাহে প্রধান উত্তরের আলেপ্পো শহর দখল করে এবং এর পর থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার তাদের ছিটমহল থেকে দক্ষিণের দিকে অগ্রসর হয়। মঙ্গলবার হামার উত্তরে একটি কৌশলগত পাহাড়ে পৌঁছে তারা এবং বুধবার শহরের পূর্ব ও পশ্চিম দিকে অগ্রসর হয়। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় হামার নিয়ন্ত্রণ সরকারের হাতে ছিল। একটি পুনরুজ্জীবিত বিদ্রোহের পতন দামেস্ক এবং এর রুশ ও ইরানি মিত্রদের হতভম্ব করবে। শহরটি আলেপ্পো থেকে দামেস্ক পর্যন্ত এক তৃতীয়াংশেরও বেশি দূরত্বের মধ্যে অবস্থিত এবং এর দখল হোমসে বিদ্রোহীদের অগ্রসর হওয়ার রাস্তা খুলে দেবে। প্রধান কেন্দ্রীয় এই শহরটি সিরিয়ার সর্বাধিক জনবহুল অঞ্চলের সঙ্গে সংযোগকারী ক্রসরোড হিসেবে কাজ করে।
সংখ্যালঘু ধর্মীয় স¤প্রদায়ের মধ্যে দুটি বড় শহরের নিয়ন্ত্রণের জন্যও গুরুত্বপূর্ণ হামা। অনেক খ্রিস্টান ও সালামিয়া রয়েছে মুহরাদায়। সেখানে অনেক ইসমাইলি মুসলমানও রয়েছেন।