হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

1

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই নতুন বাজার শাখার দু’জন সদস্যকে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় কাপ্তাই নতুন বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে (রেজিনং –চট্টমেট্রো- ১৮৪৩) শ্রমিক নেতৃবৃন্দ ও চালকগণ হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন করে। মানববন্ধনে কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, গত শুক্রবার সকালে কাপ্তাই থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রাঙামাটি আসামবস্তির পার্শ্ববর্তী এলাকায় তাদের নামিয়ে দিয়ে আসার পথে চালক ফারুক ও মামুনের উপর পাহাড়ি সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর করে। সন্ত্রাসীরা তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে ওই চালকরা অভিযোগ করেন। শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ নিরাপদ সড়কের দাবি জানিয়ে বলেন, আমরা সংঘাত চাইনা, পাহাড়ে শান্তি চাই। অটোরিকশা শ্রমিকদের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কাপ্তাই নতুন বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো.আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সম্পাদক ইমান আলী, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন দুধু, সদস্য রফিকুল ইসলাম, মো.হারুন, রাজা প্রমুখ। কাপ্তাই সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অটোরিকশা ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনতা অংশ নেন।