হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান

1

তোমার খেয়ালে মরি, তোমার বেখয়ালে বাঁচি, তোমার আদর মেখে, তোমার শাসনে ডুবি। এক জীবনে বুকের গহীনে, হাতটা রাখো একার, এই পৃথিবীর বিপরীতে, চাই তোমাকে বারবার। কথাগুলো গানের সুরে পর্দায় বলছিলেন শরিফুল রাজ, তাতে চুপ থেকেও কী দারুণ মৌনতায় ডুবে আছেন প্রেমিকা তাসনিয়া ফারিণ। রবিবার (১ জুন) সন্ধ্যার পর প্রকাশ হওয়া ‘ইনসাফ’ সিনেমার এই গানটি শুনলে, দেখলে এবং চোখবুজে ভাবলে; মনে হবে রাজ-ফারিণের মন গলে গলে ঝরে পড়ছে প্রেম। গানের মাধ্যমে যে প্রেমের প্রার্থনায় ব্রত রয়েছেন রাজ-ফারিণ; পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে। সঙ্গে হাবিব ওয়াহিদ ফের জানান দিলেন, আছি! যার সুর, সংগীত ও কণ্ঠের দৌলতে চলচ্চিত্র সংগীতের একটি অধ্যায় রচিত আছে, গেম চেঞ্জার হিসেবে। তিনিই আবার বেশ দূরে সরিয়ে রেখেছেন নিজেকে, অচেনা অভিমান বুকে চেপে, সিনেমা থেকে। সেই অভিমান বাষ্প হয়ে যেন উবে গেছে ‘তোমার খেয়াল’ শিরোনামের এই অদ্ভুত গায়কীতে, রবিবার সন্ধ্যায়। সঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার যেন পাল্লা দিয়েছেন তার দুই যোদ্ধা রাজ-ফারিণকে পর্দায় নামিয়ে। গানটি প্রকাশ পেয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক থেকে। গানটি লিখেছেন তন্ময় পারভেজ।