হাতি ঠেকানোর সোলার ফেন্সিং পুনরায় চালু

1

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ের লোকালয়ে বন্যহাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগের স্থাপিত সোলার ফেন্সিং ব্যবস্থা দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে ছিল। বিশেষ উদ্যোগে সেই অকেজো সোলার ফেন্সি মেরামত শেষে পুনরায় চালু করা হয়েছে।
এর আগে পাহাড় ধস, গাছের ডালপালা পড়ে এবং ব্যাটারী চুরি হওয়ায় বেশ কিছুদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল কোটি টাকায় নির্মিত ৮ কিলোমিটার দীর্ঘ সোলার ফেন্সিংয়ের কিছু অংশ। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করতে থাকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কাপ্তাই বনবিভাগের নজরে আসে। তারা দ্রুত সেটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করে। ফলে জনমনে স্বস্তি ফিরে আসে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাইয়ের ৮ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা সোলার ফেন্সিং যন্ত্রের কিছু অংশে গাছের ডালপালা পড়ে, ঝড়ে পাহাড় ধসে মাটি পড়ে, বাতাসে তার ছিড়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে এর কার্যকারিতা বন্ধ অবস্থায় ছিল। সেই অংশে মেরামত শেষে গত ১৫ দিন থেকে পুনরায় সম্পূর্ণ সোলার ফেন্সিং চালু করা হয়েছে। তিনি আরও বলেন, হাতির পাল লোকালয়ে আসা ঠেকাতে এই সোলার ফেন্সিং কার্যকর হওয়ায় কাপ্তাইয়ের পিডিবি এলাকায় আরও ৪ কিলোমিটার সোলার ফেন্সিং নতুন করে তৈরি করার জন্য প্রস্তাবনা রাঙামাটি ডিভিশনে দেওয়া হয়েছে। বিশেষ করে কাপ্তাই পিডিবি এলাকার কিছু স্থাপনায় প্রায়ই বন্যহাতির আগমন ঘটে। তাই সেসব এলাকায় হাতি ও মানুষের মাঝে দ্ব›দ্ব নিরসনে সোলার ফেন্সিং তৈরি হলে তা ব্যাপক ভ‚মিকা পালন করবে।
কাপ্তাই বন রেঞ্জ অফিসার মো. এসএম মহিউদ্দীন চৌধুরী জানান, আমরা দ্রুত সময়ে সোলার ফেন্সিং মেরামত শেষে তা পুনরায় সম্পূর্ণ চালু করেছি। যার ফলে বর্তমানে লোকালয়ে বন্য হাতির আগমন কিছুটা কমেছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, নতুন করে আরও কিছু অংশে সোলার ফেন্সিং স্থাপনের প্রস্তাবনা করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে এর সুফল পাবে এলাকাবাসী।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থ বছরে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যান এলাকায় বন্যহাতির আক্রমণ থেকে মানুষের প্রাণহানি ও ফসলের ক্ষতি ঠেকাতে ৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং বসানো হয়েছিল। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই রেঞ্জ এলাকায় এটি স্থাপন করা হয়েছিল।
সোলার ফেন্সিং বা সোলার ফেন্স হচ্ছে এমন একটি আধুনিক প্রযুক্তি, যার দ্বারা বন্য হাতির পাল লোকালয়ে আসার চেষ্টা করলে সোলার ফ্যানসিংয়ের হালকা বৈদ্যুতিক শক খেয়ে হাতি চলে যাবে, এতে বন্যহাতির প্রাণহানি ঘটবে না।