নিজস্ব প্রতিবেদক
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর হাট ঘিরে যাতে নগরবাসী কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি বা দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক রয়েছে। হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গতকাল সোমবার কর্ণফুলী গরু-ছাগলের হাট (ইলিয়াছ ব্রাদার্স মাঠ, নূর নগর হাউজিং সোসাইটি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহব্বায়ক এমদাদুল হক বাদশা এবং সঞ্চালনায় ছিলেন নবাব খাঁন।
মেয়র বলেন,কোরবানির হাট পরিচালনায় স্বচ্ছতা, সুরক্ষা ও জনসেবার মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত। তাই এটি যেন পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব হয়, সেদিকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর হাসান লিটন, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, বাজার ইজারাদার খোরশেদ আলম, মনজুরুল আলম, ইব্রাহীম বাচ্চু, গুলজার হোসেন, নুর মোহাম্মদ নুরু, রফিক সওদাগর, ও সাদ্দামুল হক সাদ্দাম।