হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৮ প্রসূতির বিনা অস্ত্রোপচারে সন্তান প্রসব

3

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে নরমাল ডেলিভারিতে ৮ প্রসূতি মা সন্তান প্রসব করেছে। এরমধ্যে ডেলিভারি পরবর্তী ৮ নবজাতকত ও তাদের প্রসূতি মায়েরা সকলে সুস্থ আছেন। ইতিপূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৮ প্রসুতি ও নবজাতকরা হাসিমুখে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রশ্মি চাকমা ৮ নবজাতকের আগমনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র মাহে রমজানে গত বৃহস্পতিবার নরমাল ডেলিভারির মাধ্যমে ৮টি শিশুর আগমন ঘটে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিনা অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া ৮ নবজাতকের প্রসূতি মায়েরা আর্থিক অনটনে থাকার পরও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে তাদের শিশুদের সুস্থভাবে পৃথিবীর মুখ দেখাতে পেরে আনন্দিত। পাশাপাশি সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো চিকিৎসাসেবা পেয়ে জন্ম নেয়া ৮ নবজাতকের পরিবারের সদস্যরাও অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার, গাইনি কনসালটেন্ট, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টদের একান্ত প্রচেষ্টায় এসব ডেলিভারি হয়েছে। এতে উপকৃত হয়েছে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। এ ধারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে বলে জানান ইউএইচএফপিও ডা. রশ্মি চাকমা।