হাটহাজারী স্পোর্টস ক্লাব এর ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্ট শুরু

1

হাটহাজারী স্পোর্টস ক্লাব আয়োজিত ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চিটাং মাস্টার্স ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করেছে উদ্বোধনী খেলায় বাংলাদেশ বয়েজকে পরাজিত করে। গতকাল শনিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বর্নাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিলায়েন্স শিপিং এন্ড লজিষ্টিকস্ লিঃ এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। টুর্নামেন্টের কমিটির আহব্বায়ক মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে ও স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদীর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আলাউদ্দিন রুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আছলাম মোর্শেদ, চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের সভাপতি ক্যাপ্টেন মোঃ আলাউদ্দিন আলো, জাগৃতির যুগ্ম আহব্বায়ক সাহেদুল আজম, খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, হাটহাজারী উপজেলা ফুটবল দলের ম্যানেজার মোঃ হারুন, হাটহাজারী স্পোর্টস ক্লাবের ম্যানেজার মোস্তফা কামাল রোকন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম টিপু, মোঃ ইউছুপ, আবদুল হালিম, ফাহিম মঞ্জু, এরফানুল হক বাদল, মোঃ রুবেল, মোঃ সাইফুল, মোঃ শহিদুল্লাহ, জিয়াউদ্দিন বাবলু, কৃষ্ণ দাশ, সেকান্দর প্রমুখ।