হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলমের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ২ আগস্ট থানার সাবেক ওসি মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন নবনিযুক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। প্রত্যাহার করা ওসি মো. মনিরুজ্জামান প্রায় এক বছরের মত থানায় অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। যোগদানকৃত নতুন ওসি মো. হাবিবুর রহমান ইতিপূর্বে চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম জেলায় একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন।