হাটহাজারী ফুটবল লিগে এন্ট্রি আহবান: বহিরাগত ৪ জন

1

হাটহাজারী প্রতিনিধি

আগামী মাসে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গড়াচ্ছে উপজেলা ফুটবল লিগ-২০২৫। এতে অংশগ্রহণ করতে আগ্রহী দলের নাম অন্তর্ভুক্তির আহবান জানিয়েছে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা। ১০ এপ্রিল দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভায় উক্ত ফুটবল লিগ মাঠে করানোর বিষয়টি জানানো হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সংস্কার আহবায়ক ইউএনও এ বি এম মশিজ্জামান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আসলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মো. মুজিবুর রহমান, খোরশেদ আলম শিমুল, মো. আব্দুল মান্নান দৌলত ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সামিন রহমান প্রমুখ।
সভায় উপজেলা ফুটবল লীগ-২০২৫ অংশগ্রহণ করতে আগ্রহী দলের নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে আগামী ২০শে এপ্রিলের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহ-ই-জাহান এর অফিস সহকারী শরিফের মোবাইল নাম্বারে (০১৭১২-১৬৭৯৮৯) নিজ নিজ দলের প্যাডের উপর আগ্রহী দলের র্কর্কতারা লিখিতভাবে আবেদন করতে হবে। ১৭ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন স্থানীয় হতে হবে এবং ৪ জন বহিরাগত খেলোয়াড় প্রতিটি দলে খেলাতে পারবে।
এছাড়া অংশগ্রহণকারী দলকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ দলকে পাঁচ হাজার টাকা করে যাতায়াত খরচ দেওয়া হবে। তাছাড়া প্রতিটি খেলায় ‘ম্যান অব দ্যা ম্যাচ’ দেওয়া হবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।