হাটহাজারী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় হাটহাজারী উপজেলা জন্মষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৬ আগস্ট উপজেলার ফরহাদাবাদ, ধলই, মেখল ও আশপাশের বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পরিষদ নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব উদ্যাপন ও শোভাযাত্রা করার কথা থাকলেও সংগৃহীত অর্থ দিয়ে তারা প্রায় দেড় শতাধিক বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে, মুখ্য সমন্বয়ক ড. শিপক নাথ, পরিষদের সভাপতি ডা. অসীম দাশগুপ্ত, সহ-সভাপতি তপন পাল, সহ-সভাপতি সাংবাদিক বাবলু দাশ, টিটু তালুকদার, দীপন দাশ, সাধারণ সম্পাদক নিকু শীল, যুগ্ম সম্পাদক রাজিব সরকার, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, রুদ্র আচার্য, সাংগঠনিক সম্পাদক বিধান বণিক, শংকর দাশ, বিশ্বজিৎ নাথ, ফরহাদাবাদ জন্মাষ্টমী কমিটির সভাপতি গোপাল নাথ ও সাধারণ সম্পাদক গোকুল মল্লিক, ধলই পরিষদের সভাপতি পরিমল নাথ, ইমন আচার্য, তুষার শীল, রুবেল শীল, মোহন শীল, তাপস দাস প্রমুখ। বিজ্ঞপ্তি