হাটহাজারী খেলোয়াড় সমিতি সেমিফাইনালে উন্নীত

2

রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচে পানছড়ি ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে হাটহাজারী খেলোয়াড় সমিতি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন হাবীব, সমর ও নিশাত এবং বিজিত দলের পক্ষে দুটি গোল করেন সায়েম। জাগৃতির সম্মানিত সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীর এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ সমরের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি হাটহাজারীর পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্য আলী আকবর জিন্নাহ, ওয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক সাহিদুল আজম, জাগৃতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান সহ টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. জাফর, সদস্য সচিব মো. সোহেল রানা,সহ- সদস্য সচিব আরফানুল হক বাদল, হাজী রফিক সহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি