হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লীগের ফাইনাল খেলা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্ব›িদ্বতা করবে দুই শক্তিশালী দল হাটহাজারী খেলোয়াড় সমিতি বনাম মির্জাপুর মিতালী।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংস্থার সভাপতি এবিএম মশিউজ্জামানার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্কার এডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ, খোরশেদ আলম শিমুল, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. শরীফ হোসেন, দুই দলের পক্ষে যথাক্রমে খেলোয়াড় সমিতির ম্যানেজার জসীম উদ্দীন বাবুল, সমিতির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সিদ্দিকী, মিতালীর সভাপতি মোহাম্মদ ইসমাইল, ম্যানেজার বলাই কান্তি শীল ও দলীয় কোচ আহাম্মদ উল্লাহ চৌধুরী প্রমুখ।