হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ শাহ-ই-জাহান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সংস্থার আহব্বায়ক এ.বি.এম. মশিউজ্জামান। এতে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ক্রীড়া সংস্থার সদস্য আসলাম মোরশেদ, আবদুল মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও সামীন রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় মির্জাপুর ইউনিয়ন ২-১ গোলে হাটহাজারী পৌরসভা-১ পরাজিত করে।
দ্বিতীয় খেলায় ফরহাদাবাদ ইউনিয়ন ও উত্তর মার্দাশা ইউনিয়ন খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে ফারহাদাবাদ ইউনিয়ন ৫-৪ গোলে মার্দাশা ইউনিয়নকে পরাজিত করে।