একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নাছির হায়দার করিম (বাবুল) এর সমর্থনে বড়দীঘির পাড়, চিকনদন্ডি,যুগির হাট, অক্সিজেন, শেরশাহ, বাংলাবাজার, বায়জিদ এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মো. নজরুল, মো.জিহান, কাজী নজরুল ইসলাম,মো.সোলেমান, মো.তৈয়ব,আলতাফ হোসেন, তানভির হোসেন প্রমুখ। খবর বিজ্ঞপ্তির