হাটহাজারীর গড়দুয়ারা ইউপি চেয়ারম্যানকে অপসারণে স্মারকলিপি

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলার ৯নং গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদারকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও এ বি এম মশিউজ্জামানকে এ স্মারকলিপি প্রদান করেন গড়দুয়ারা নির্যাতিত নিপীড়িত জনপরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গড়দুয়ারা ইউনিয়নের সাবেক ইউপি চয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ ফোরকান আহম্মদ, বিএনপি নেতা মো. ইলিয়াছ চৌধুরী, আলমগীর সওদাগর, আবু তাহের ও আবু তৈয়ব বাদল প্রমুখ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরওয়ার মোর্শেদ তালুকদার মানুষের উপর অত্যাচার করার কারণে পলাতক রয়েছেন। এতে করে জনসাধারণকে নাগরিক সুযোগ-সুবিধা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া তিনি হাটহাজারী থানার হত্যা মামলার আসামি। তাই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়।