হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন উজ্জীবন এর ২০২৫-২০২৬ কার্যকরী সংসদ গঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কার্যকরী সংসদ নির্বাচনে ওমর ফারুক মিন্টু সভাপতি এবং মো. পারভেজ বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কার্যকরী সংসদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, উপ সহ-সভাপতি মো. জাবেদ, যুগ্ম সম্পাদক ইব্রাহীম আলী রনি, সহ সাধারণ সম্পাদক ওমর ফরহাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মানিক, অর্থ সম্পাদক মিঠুন চন্দ্র দাশ, প্রচার সম্পাদক মো. এরশাদ, মিলনায়তন সম্পাদক মো. লোকমান হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক মো. রফিক মনা, ক্রীড়া সম্পাদক মিজান উদ্দিন আরিফ এবং সমাজ কল্যাণ সম্পাদক সাহেদুল ইসলাম মুন্না।