হাটহাজারীতে ৮০ লিটার মদসহ আটক দুই

26

হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে মির্জাপুর ইউনিয়নের বটতল এলাকার পশ্চিমে ৩নং ওয়ার্ডের ভেলুয়ার পাড়াস্থ রুপার বাপের বাড়ি থেকে তাদের এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। আটককৃতরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ফয়জুল হকের ছেলে মো. কুতুব উদ্দিন (৩৬) ও হাটহাজারীর ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় তালুকদার বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (৩৬)। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম জানান, বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় মির্জাপুর ইউনিয়নের বটতল এলাকার পশ্চিমে ৩নং ওয়ার্ডের ভেলুয়ার পাড়া থেকে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৮০ লিটার দেশীয় তৈরি মদসহ আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি আটক করা হয়। তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।