হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উক্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, হাটহাজারী পৌরসভা এলাকায় বাজার ও কাচারী সড়কে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মূল্য তালিকা সংরক্ষণ এবং প্রদর্শন না করা, মেয়াদ বিহীন পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এসব ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয় ও পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া কাচারী সড়কে অবৈধ ভাবে ফুটপাত দখলকারীদের সতর্ক করা হয় বলে তিনি জানান।