হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবন করার দায়ে ৪ যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর পরিদর্শক এসএম আলম খাঁনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দÐপ্রাপ্তরা হলেন হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের মৃত টুনু মিয়ার পুত্র মো. করিম, জাকির হোসেনের পুত্র মো. লোকমান, মধ্যম দেওয়ান নগরের তসলিম উদ্দিনের পুত্র তামিম উদ্দিন ও আদর্শ গ্রামের মো. কামালের পুত্র মো. এরশাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নেশাগ্রস্তরা জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল। বুধবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।