হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীছাউনি থেকে ৩৭১০ পিস ইয়াবা উদ্ধারসহ বেবি বেগম (৫৩) নামে এক মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এ মোজাফফর হোসেন।
এর আগে ২৬ নভেম্বর দিনগত রাতে হাটহাজারী বাসস্ট্যান্ড যাত্রীছাউনি এলাকায় থেকে ৩৭১০ পিস ইয়াবা উদ্ধারসহ নগরীর বাকলিয়া ধানাধীন হাটখোলা এলাকার মুজাফ্ফর খানের স্ত্রী বেবি বেগমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার হেফাজতে থাকা তার ভ্যানেটি ব্যাগের ভিতর থেকে ২০টি নীল রং এর প্যাকেট হতে মোট ৩৭১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী বেবি বেগমের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।