হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জুলহাস মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার জুলহাস পৌরসভা এলাকার চন্দ্রপুর গ্রামের আবু তাহেরের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব। এর আগে ২১ মে মধ্যরাতে তাকে উপজেলার মেখল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, হাটহাজারী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এর মধ্যে গত ২২ মে তাকে উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি জুলহাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করে। এরপর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে।