হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে আল-হাবিব হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় হজ্ব প্রশিক্ষণ ও প্রীতি সমাবেশ সম্পন্ন হয়েছে। ১৯ মে রাতে পৌর এলাকার বাসস্টেশন একটি রেস্টুরেন্টে কয়েকশত হাজী ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে উক্ত হজ্ব প্রশিক্ষণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস শেখ আহমদ।
কাফেলার চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ ও প্রীতি সমাবেশে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী কুরাইশী।
হজ্ব প্রশিক্ষণ ও প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দীদার কাসেমী, চারিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, মেখল মাদ্রাসার প্রধান মুফতী মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী, নাজিরহাট মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুললাহ নদভী, চবি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা হাফেজ আলী আকবর, মুহাম্মদ আহসান উল্লাহ মাস্টার, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা ইয়াসিন, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা সাইফুল্লাহ, নূর মুহাম্মদ, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা ফোরকান আলী, মাওলানা সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের রাজিব ও রাশেদুল ইসলাম প্রমুখ।