হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে সহপাঠীরা নবম শ্রেণিতে পড়ুয়া মোহাম্মদ তানভীর (১৬) নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ। এর আগের দিন মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই ছাত্রের নাম জাহিদুল ইসলাম (১৬)। সে পৌরসভার আলীপুর রহমানিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি বিদ্যালয়ের অদূরে বলে জানা গেছে। নিহত মুহাম্মদ তানভীর পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সি পাড়া এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে।
প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সাথে মোবাইলে ভিডিও ধারণ করার জের ধরে গত ২১ অক্টোবর দুপুরে পৌরসভার রেলস্টেশন সড়কের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী শিহাবসহ ৭/৮ জন মিলে তানভীর ও তার এক বন্ধুকে বেধড়ক পিটুনি দেয়। এতে গুরুতর আহত তানভীরকে স্থানীয়রা উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনও পর্যন্ত (বুধবার রাত সাড়ে ৮টা) নিহত তানভীরের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা রুজু করা হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
গতকাল বুধবার রাতে এশার নামাজের পর পৌরসভার পশ্চিমে হাটহাজারী কৃষি ইনিস্টিউট সংলগ্ন দরগা টিলা নামক স্থানে নিহত তানভীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দরগা টিলার পাশের কবরস্থানে দাফন করা হয়।











