হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে দিনে-দুপুরে প্রকাশ্যে অবৈধভাবে গড়ে উঠা প্রায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করে বেহাত হওয়া প্রায় ৩২ শতক সরকারি সম্পদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
তিনি জানান, উপজেলার সরকার হাট বাজারে অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মিত দোকান উচ্ছেদ করে সরকারি ৩২ শতক জায়গা (যার আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা) উদ্ধার করা হয়েছে। সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না, অবৈধ দখলদারদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভ‚মি) লুৎফুন নাহার শারমীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট পরবর্তী হাটহাজারী উপজেলা ও পৌরসভায় দুই পার্বত্য মহাসড়কের উভয় পাশে ভ‚মিদস্যু চক্র সংশ্লিষ্ট দপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুকৌশলে সরকারি সম্পদ দখল অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।