হাটহাজারীতে সাংবাদিকদের সাথে লে. কর্নেল (অব.) দিদারের মতবিনিময়

2

হাটহাজারী প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩শ আসনে প্রার্থী দিবে। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ২শ আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে এবং বাকি আসনগুলোতেও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
৫ জুলাই দুপুরে হাটহাজারী বাসস্টেশনের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) দিদার এসব কথা বলেন। তিনি বলেন, হাটহাজারী আমার জন্মভ‚মি, আমার আশা ও স্বপ্ন। আমি এই মাটির সন্তান, হাটহাজারীর মানুষের জন্য কাজ করতে চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমার জীবন থেকে দশ বছর কেড়ে নিয়েছে-বিনা বিচারে আমাকে কারাবন্দি করা হয়েছিল। আমি এর বিচার চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছি এবং এখন ক্ষতিপূরণ দাবি করব।
মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্র্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহব্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহব্বায়ক ছিদ্দিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ও হাটহাজারী উপজেলার সদস্য জয়নুল আবেদীন প্রমুখ। মতবিনিময় সভায় এবি পার্টির রাজনৈতিক দর্শন, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং হাটহাজারীর জন্য একটি সুপরিকল্পিত উন্নয়ন রূপরেখা উপস্থাপন করা হয়। সভা শেষে কর্নেল দিদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।