হাটহাজারীতে শ্যামা পূজা মন্ডপ পরিদর্শনে পূজা পরিষদ

2

শুভ দীপাবলি উৎসব উপলক্ষে গতকাল ৩১ অক্টোবর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে শ্যামা মায়ের পুজা মন্ডপ পরিদর্শন করেন। হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, এ সময় হাটহাজারী উপজেলার সরকারহাট সোমপাড়া রক্ষাকালী মন্দির, নন্দীরহাট নিস্তারনী কালী মন্দির, চৌধুরীহাট কালী মাতার মন্দির, মৃনাল মুহুরী বাড়ী পুজা মন্ডপ, নবীন সংঘ পুজা মন্ডপ, দশবীর পুজা মন্ডপ, নিশান ক্লাব পুজা মন্ডপ, বিশ্বেশ্বরী পুজা মন্ডপ, কাটাখালী পুজা মন্ডপ, দয়াময়ী কালী মন্দির, মগদ্বেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনে ছিলেন রিমন কান্তি মুহুরী, লায়ন অশোক কুমার নাথ, বাবলু দাশ, উজ্জ্বল দত্ত, দূর্গাপদ নাথ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত ঘোষ বাবু, সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী, ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, দুলাল সর্দার, পুলক সরকার, বিজন চক্রবর্তী, জুয়েল দাশ, লায়ন রনধীর চৌধুরী ভুলন, ঝুলন দাশ, রুপেশ শীল, অরূপ রায়, জহরলাল নাথ, হারাধন বিশ্বাস, স্বপন রাহা প্রমুখ।