হাটহাজারীতে লোকালয়ে অজগর

1

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে লোকালয়ে নেমে আসা ১০ কেজি ওজনের প্রায় ৮ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার আদর্শগ্রাম এলাকা থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে রেসকিউ টিমের হাটহাজারীর সমন্বয়ক উদ্ধারকারী মো. রেজাউল করিম রাকিব জানান, পৌরসভার আদর্শগ্রাম এলাকার আলিফ এগ্রো কমপ্লেক্সের পাশে স্থানীয় জনতা অজগর সাপটি দেখতে পান। এ সময় কেউ কেউ সাপটিকে মারতে উদ্যত হয়।তাদের মধ্য থেকে কয়েকজন বিষয়টি আমাকে জানান। খবর পেয়ে আমি আমার টিমের সহকারী রাজু আহমেদকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ কেজি ওজনের সাপটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের দায়িত্বশীল কর্তাদের কাছে হস্তান্তর করি।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, হাটহাজারী পৌরসভা আদর্শগ্রাম থেকে এলাকা থেকে রেসকিউ টিমের সদস্যরা প্রায় ৮ ফুট দৈর্ঘ্যরে ১০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে, সাপটি আমাদের বন বিভাগের আওতাধীন গহিন বনে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।