ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতি’র আয়োজনে রিলায়েন্স সিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ এর পৃষ্ঠপোষকতায় জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন আজ শুক্রবার বিকাল ৩ টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও উপস্থিত থাকবেন উদ্বোধক মোহাম্মদ রাশেদ, চেয়ারম্যান রিলায়েন্স সিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস এর সাবেক সহ সভাপতি মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, জাগৃতি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ, জাগৃতি’র সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইউছুপ হারুন।
এতে সভাপতিত্ব করবেন জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীর। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করবে তারকা সমৃদ্ধদল হাটহাজারী খেলোয়াড় সমিতি বনাম শক্তিশালী পানছড়ি ফুটবল একাডেমী, খাগড়াছড়ি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য টুর্নামেন্ট কমিটির আহŸায়ক মো. জাফর, সদস্য সচিব সোহেল রানা ও আরফানুল হক বাদল অনুরোধ জানিয়েছেন।