হাটহাজারী প্রতিনিধি
কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এই জরিমানা করেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এস্কেভেটর দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছে একটি চক্র। অভিযানের তথ্য পেয়ে চক্রটি তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করলেও ধরা পড়ে ওই এলাকার দেলোয়ার মিয়া নামে এক ব্যক্তির ছেলে মো. সজীব। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।এসময় এস্কেভেটর ও ড্রাম ট্রাকও জব্দ করা হয়।
অভিযান চালানো ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, কৃষি জমি টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসন সে নির্দেশনা বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত রাখবে।