হাটহাজারীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

1

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে হাটহাজারী পৌরসভাস্থ ১১ মাইল এলাকার মফিজ চেয়ারম্যান ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাসস্টেশন থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামক একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ-০৫০০৯৬) ওই এলাকা অতিক্রমের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ভেতরে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে আশেপাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এই ঘটনায় আহত মো. রাকিব (১৬), জাহানারা বেগম (৬০), সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), ওসমান গনি (৫০),প্রকাশ মল্লিক (৬৩), রতন কুমার (৫৮), মো. সাব্বির (১১), নিলু বালা (৮০), মো. সাইমুন (২২), মো. ইউছুপ (৪৮), মো. সাহেদ (২১) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে, এদের মধ্যে প্রথম ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানান হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুমা আকতার।
তিনি আরও জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনেন। তাদের মধ্যে ৪-৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে বহু লোকজন আহত হওয়ার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছি। এরপর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করি।