হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

11

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভার ১১ মাইল নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসার শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা মোহাম্মদ শোয়েব।
গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই মো. সজিব। তিনি জানান, নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ শোয়েব স্থানীয় শাহ অলিউল্লাহ ইনস্টিটিউট নামক একটি মাদ্রাসার শিক্ষক। তিনি মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে মহেশখালী হুজুর হিসেবে বেশ পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে অসুস্থ ভগ্নিপতিকে দেখে বাসে করে (চট্টগ্রাম-জ ১১-১০৯৬) হাটহাজারী ফেরার সময় ১১ মাইল বিদ্যুৎ কেন্দ্রের সামনে নামার সময় একই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি প্রায় ৭-৮ বছর ধরে এই মাদ্রাসায় সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। বিগত ৬-৭ মাস আগে তিনি বিয়ে করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ঘাতক বাসটিকে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করেছে বলে জানা গেছে।