হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে পায়েল আচার্য্য (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদস্থ বাদামতল এলাকার গোপাল চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু পায়েল ওই বাড়ির রিংকু আচার্যের পুত্র। সে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার রাতে প্রতিমা নিয়ে মঞ্চে উঠার সময় অসাবধানতাবশত বিদ্যুস্পৃষ্টে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রæত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করলে নিহতের পরিবার গতকাল সোমবারে বিনা ময়নাতদন্তে লাশ প্রদানের জন্য আবেদন করলে তা মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে সোমবার রাতেই নিহতের লাশ বাড়িতে এনে সৎকার করা হয়েছে।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন গতকাল সোমবার রাতে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করলেও পরিবারের আবেদনের প্রেক্ষিতে সৎকারের জন্য বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।