হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয় শীল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ এনায়েতপুরের শীল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নিকট আত্মীয় মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুপেন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার রাতে নবনির্মিত ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই সন্তানের জননী প্রিয় শীল। তিনি ওই এলাকার জিশু শীলের স্ত্রী।