হাটহাজারীতে বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর সমাবেশ

3

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাবরের পদত্যাগের দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৭ আগস্ট) দুপুরে দিকে বিদ্যালয় মিলনায়তনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও প্রতিষ্ঠানের অর্থ লুটপাটের অভিযোগ এনে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী তার পদত্যাগ দাবি করে এ সমাবেশ করে।
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোহাম্মদ খাইরুন্নবী, সাবেক শিক্ষক আবু আহমদ, বিশিষ্ট ব্যাংকার হোসাইনুল কবির, প্রফেসর মো. জহির, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন মানিক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. সাইফুল।
এতে অভিভাবকদের মধ্যে মোহাম্মদ ইসলাম, আইয়ুব পাভেল, আবু তাহের, জসিম উদ্দিন, মো. আহসানুল্লাহ, মো. সোলায়মান, আমিন সওদাগর, আবুল হোসেন, মো. বাবুল, মোহাম্মদ জাফর, আবুল কালাম, আবুল কালাম, মো. সালাউদ্দিন, আব্দুল জব্বার, মো. ইদরীছ, হারুনুর রশিদ। এছাড়া প্রাক্তন ছাত্রদের মধ্যে সাইফুদ্দিন সজিব, জিয়া উদ্দিন, নুরুল্লাহ, মো. মামুন, মো. ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাবর একজন দুর্নীতিবাজ শিক্ষক। তার অত্যাচারে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি স্বৈরাচারী আওয়ামী সরকারের রাজনীতির সঙ্গে জড়িত নেতাদের ছত্রছায়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়া বানিয়েছেন। তাছাড়া প্রতিষ্ঠানের সব আর্থিক কাজে ১০% নিয়ে থাকেন। বিশেষ করে প্রতি ক্লাসের স্পেশাল কোচিংয়ে। আবার ক্লাস না করিয়েও বাড়তি টাকা নেন। প্রয়োজনের সময় তাকে বিদ্যালয়ে পাওয়া যায় না। তিনি প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
প্রসঙ্গত, বুধবার (১৪ আগস্ট) দুপুরে উক্ত বিদ্যালয়ের বিদ্যলয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাবরের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও প্রতিষ্ঠানের অর্থ লুটপাটের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্রসমাজ বিক্ষোভ করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।