হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

2

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে স্বপ্নবিলাস ট্রান্সপোর্ট লিমিটেড নামক একটি বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ প্রকাশ মাহিন (১০) নামে এক কওমী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌনে ৭ টার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. জসিম। তিনি জানান, এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস (ঢাকামেট্রো-ব ১৫-৭৬২৬) জব্দ ও বাসটির চালক মো. শরিফ (২৬) কে গ্রেপ্তার করেছে।
নিহত আজওয়াদ হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর গ্রামের হাবিব সওদাগর বাড়ির কাঠমিস্ত্রি মো. আলমগীরের ছেলে। তারা একই এলাকার আবু সৈয়দ ম্যানসন নামে একটি ভাড়া বাসায় বসবাস করে করে।
এদিকে, উক্ত ঘটনার পরপর ওই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় দুই ঘণ্টার মত অবরোধ করে রাখেন। এতে সড়কের দু’পাশে দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক আইন বাস্তবায়নসহ তিন দফা দাবি জানান বিক্ষোভকারীরা। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস পেলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে মহাড়কের পশ্চিম পাশে চায়ের দোকান থেকে সকালে নাস্তা সেরে সড়ক পার হয়ে মাদ্রাসায় প্রবেশের জন্য অপেক্ষা করছিল চারিয়া মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র আজওয়াব। এ সময় নগরমুখী বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
সড়ক অবরোধের সময় বিক্ষোভকারীরা ট্রাফিক আইন বাস্তবায়নসহ তিনদফা দাবি যথাক্রমে-চারিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে গতিরোধক, সড়কের উভয় পাশে অবৈধ গাড়ি পার্কিং বন্ধ ও নিহত ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভ‚ঁইয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।