হাটহাজারীতে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

1

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে মোটর সাইকেলের ধাক্কায় মোহাম্মদ খাইরুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উক্ত মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ হিম্মত মুহুরী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফটিকছড়ি খিরাম খিরাম ইউনিয়নেরর ৩নং ওয়ার্ডস্থ সিদ্দিক মাস্টারের বাড়ির বাসিন্দা। সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিরাম ইউনিয়নের চেয়ারম্যন মোহাম্মদ সোহারাব হোসাইন সৌরভ। নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, স্থানীয় জনতা ১৭ বছর বয়সী মোটরবাইক চালকসহ মোটরবাইকটি আমাদের কাছে সোপর্দ করে। মোটরবাইক চালকও আহত হয়েছে বলে তিনি জানান।