হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের প্রয়াস সংগঠনের কর্তৃক আয়োজিত প্রয়াস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এদিন বিকাল বিকেলে গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ৬ রানের ব্যবধানে প্রয়াস স্ট্রাইকারসকে পরাজিত করে প্রয়াস রেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টার মহিউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার।
এতে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক ওজাইর আহমদ হামিদী।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান রিয়াজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারিকুল কালাম তুহিন, রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ একরাম, হাজী আবু মুনছুর, মো. মোশারফ, ছাত্রনেতা সাইদ।