হাটহাজারী প্রতিনিধি
পুকুরের পানিতে পড়ে পুস্পা রানী নাথ নামে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামের মহিন্দ্র মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পুস্পা ওই গ্রামের রুবেল কান্তি নাথের কন্যা।
স্থানীয় সূত্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের অজান্তে পুস্পা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুস্পাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।