হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া (৪) নামে এক শিশু মারা গেছে। গতকাল রবিবার বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পূজা বড়ুয়া চন্দ্রপুর বেনুবন বিহারের চন্দন বড়–য়ার দ্বিতীয় কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূজা খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে আশেপাশে না দেখে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। দীর্ঘক্ষণ পর পূজাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা জয়সেন বড়ুয়া বলেন, শিশু পূজা বড়ুয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।