হাটহাজারীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

0

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি মো. বাবুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প’র অধিনায়ক এসপি সাইফুর রহমান। তিনি বলেন, বাবুলকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত ২৭ জুন রাত ৯টার দিকে রাউজানের গহিরা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। বাবুলের বাড়ি স›দ্বীপ হলেও বর্তমানে তিনি হাটহাজারী পৌরসভার পশ্চিমে আদর্শ গ্রামে বসবাস করেন বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করেন, তিনি গত ১৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাটহাজারী থানায় দায়ের করা মমলার পলাতক আসামি।