হাটহাজারীতে জাগৃতির কমিটি

1


উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি’র ২০২৫-২৬ইং কার্যকরী সংসদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে জাগৃতির ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বমোট ১৫ ক্যাটাগরির সম্পাদকীয় পদে নির্বাচন করেন ৩০ জন প্রার্থী। এর মধ্যে ভোটাররা ব্যালট পেপার প্রক্রিয়ায় ভোট প্রদানের মাধ্যমে ভোটে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ওসমান (৭১৪ভোট), সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ বখতিয়ার উদ্দীনদ্দীন (৬৬৮ ভোট), উপ সহ-সভাপতি সম্পাদক নির্বাচিত হন মো: তাজউদ্দীন খোকন (৬২৬ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: সোহেল রানা (৭০১ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: জসিম উদ্দীন (৭২৩ ভোট), সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফ মো: মোরশেদ (বিনা প্রতিদ্বন্দিতায়), অর্থ সম্পাদক নির্বাচিত হন মোঃ গিয়াস উদ্দীন (৮২০ ভোট), প্রকল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মো: আব্দুল্লাহ আল মামুন টিপু (৬২৯ ভোট), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ আরিফুর রহমান (৬৫৩ ভোট), গন-সংযোগ ও প্রচার সম্পাদক নির্বাচিত হন মিনহাজুল আলম(৬৩৭ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন ইন্জিনিয়ার আজিজুল মুমিন (৬৫৩ ভোট), সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন মো: সাদ্দাম (৬৬৩ ভোট), পাঠাগার সম্পাদক নির্বাচিত হন মো: ইমরুল মোনাফ রিসাত (৭৪৭ ভোট), ক্রীড়া ও প্রমোদ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী (৬৯২ ভোট) এবং মিলনায়তন সম্পাদক নির্বাচিত হন মো: মহিউদ্দীন (৬১৫ ভোট)।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় জাগৃতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আহবায়ক এস এ এম আছলাম মোরশেদ ও যুগ্ম আহবায়ক মো: সহিদুল আজম সাহেদ। নির্বাচনে প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পরিচালনা করেন হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ০৬ সেপ্টেম্বর উত্তর চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে জাগৃতির পথচলা শুরু হয়।