খানকাহ এ কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া কমপ্লেক্স ও হাটহাজারী পূর্ব গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. ও ফাতেহা ইয়াযদাহুম উপলক্ষে গাউসিয়া কনফারেন্স খানকাহ সম্মুখস্থ ময়দানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। খানকাহ কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন। এতে উদ্বোধক ছিলেন আনজুমানের জয়েন্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক। এতে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ বক্তা ছিলেন গাউছিয়া কমিটির মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার। খানকাহ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লোকমান ও সদস্য সেকান্দর হোসেন মাস্টারের যৌথ সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ মোহাম্মদ মাহবুব এলাহী সিকদার, আলহাজ মুছা চৌধুরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা আব্দুল খালেক, মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আযহারী, মাওলানা জমির হোসেন কাদেরী, মাওলানা মফিজুল ইসলাম, মোহাম্মদ মোফাক্কর, মোহাম্মদ হোসেন খোকন, ইমররুল কায়েস, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। কনফারেন্সে হাটহাজারী উপজেলা গাউসিয়া কমিটির আওতাধীন ৪টি ইউনিয়ন তথা উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় এবং আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়।