হাটহাজারীতে কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

1

হাটহাজারীতে
কারের ধাক্কায়
বৃদ্ধের মৃত্যু
হাটহাজারী প্রতিনিধি
নিকট আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে বাড়ি ফেরা হলো না মোহাম্মদ কামাল (৬৫) নামে এক ব্যক্তি। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু কাওসার মোহাম্মদ হোসেন। তিনি জানান, নিহত কামাল একই ইউনিয়নের দ্ব পৃষ্ঠা ৭, কলাম ৬.
ষ শেষ পৃষ্ঠার পর
৩নং ওয়ার্ডস্থ মোমেন শাহ বাড়ির মৃত আমির হোসেনের পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উক্ত মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে নিকট আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে রাস্তা পার হওয়ার সময় নগরমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকামেট্রো-গ ৩৫-৯২৭২) তাকে ধাক্কা দিয়ে দ্রæত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ কামাল। ঘটনার পর পর স্থানীয়রা পেছনে ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেটকারটি স্থানীয়রা জব্দ করে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক ফারুক জানান, নাজিরহাট হাইওয়ে থানাকে খবর দেয়া হয়েছে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।
এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক কারটি জব্দ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।টহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক ফারুক জানান, নাজিরহাট হাইওয়ে থানাকে খবর দেয়া হয়েছে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।