হাটহাজারীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভা এলাকা থেকে মো. মাসুদুল হক (৪৫) নামে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদুল হক পৌর এলাকার আলীপুর নুর মসজিদ সংলগ্ন মৃত মাওলানা খালেদ হোসেনের পুত্র। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন বলেন, র‌্যাব হত্যা মামলার (নং ২৭(০২)২৪) ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি মাসুদুল হককে গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।