হাটহাজারীতে এসএসসি উত্তীর্ণ ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

1

হাটহাজারী উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর বিকেলে ফরহাদাবাদ মুন্সি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সৈয়দ কোম্পানি শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এইচ এম জসিম উদ্দিন জিকো। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশনার কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। মুহাম্মদ এনামুল হক মুহুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন সমন্বয়ক হোসাইন মঞ্জুর, সমন্বয়ক নাছির উদ্দীন, এস এম আবুল মনছুর, এস এম জাকারিয়া, মাহবুব আলী, জহুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি